বাসা-বাড়ি, হজ কিংবা উমরাহ দুইটির জন্যই এই বিশেষ কাপড়ের জুতাটি খুবই গুরুত্বপূর্ণ।
এটি পায়ের পরে ফ্লোরের ভিতরে হাঁটাহাঁটি করতে আপনাকে কম্ফোর্ট দিবে এবং ঠান্ডা থেকে পা কে আরাম দিবে।
প্রত্যেকটি হাজীকেই শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলে রাখা হবে,
সেক্ষেত্রে হোটেলে এই জুতাটি পরে থাকলে এসির ঠান্ডা এবং ফ্লোরের ঠান্ডা থেকে কম্ফোর্ট দিবে।
পাশাপাশি ফ্লোরের ধুলাবালি পায়ে লাগবে না।
মহিলা হাজীদের জন্য এটি বিশেষ সহায়ক একটি কাপড়ের জুতা, ফ্রি সাইজের এই কাপড়ের স্লিপারগুলো পড়তে আরামদায়ক
এবং স্লিপারগুলোর নিচে গ্রিপ থাকার কারনে টাইলসে স্লিপ কাটেনা। হারামের টাইলসের ফ্লোরে হাঁটাহাঁটি করতে আপনাকে কম্ফোর্ট দিবে এবং ঠান্ডা থেকে পা কে আরাম দিবে
(মসজিদুল হারাম এবং মসজিদুল নববীর ফ্লোর বিশেষ মার্বেল পাথরের তৈরী যা কখনোই গরম হয় না।
এবং ভিতরের পোর্ষনটা নরম মখমল জাতীয় তাই পরেও আরাম পাওয়া যায়।
চাইলে জুতার ভিতরেও পরতে পারেন। দীর্ঘ হাটাহাটিতে এটি আপনার পা কে সুরক্ষা দিবে।

